সিলেট : বসতঘরের চৌকির নিচে থেকে বিদেশি মদের চালান জব্দ করেছে পুলিশ।
শনিবার আলামত সহ মাদক চোরাকারবারির নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
ওসি জানান, চোরাচালান, মাদক প্রতিরোধমুলক অভিযান চলাকালে শুক্রবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার দূর্লভপুর (মাঝপাড়া) গ্রামের মৃত শরাফত আলীর ছেলে কাছম আলীর বসত বাড়িতে অভিযান চালান চালায়। অভিযানে কাছম আলীর বসত ঘরের ভেতর চৌকির নিচে বস্তার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখার ৩৭ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ।
অভিযান চলাকালে মাদক কারবারি কাছম আলী বসতঘরের কাঁচা বেড়া ভেঙ্গে কৌশলে ঘর থেকে পালিয়ে যায়।
শনিবার পুলিশ অফিসার বাদী হয়ে কাছম অলীকে পলাতক আসামি দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মাশরা দায়ের করা হয়।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com