আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক দুজনকে থানা থেকে ছিনিয়ে নিলো দুষ্কৃতিকারীরা।
বুধবার রাতে পাটগ্রাম থানায় একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়ে ওই দুজনকে ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস জানান, পাথর কয়ারির ইজারাশর্ত ভঙ্গ করে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চলাচলকারী পাথরবাহী ট্রাক থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়। এর পর গত রাতে সোহেল রানা ও বেলাল হোসেন নামের দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, গত রাতে আটক ওই দুজনকে থানায় নিয়ে আসার পর বেশ কয়েকজন লোক তাদের ছেড়ে দেওয়ার জন্য বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে ওসির কক্ষের আসবাবপত্র, ল্যাপটপ ও সহকারী উপপরিদর্শকদের রুমের আসবাপত্র, ল্যাপটপ এবং পুলিশের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর কারাদণ্ডপ্রাপ্ত সোহেল ও বেলালকে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তারা থানা ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে পাশের হাতীবান্ধা থানা ও বড়খাতা হাইওয়ে থানা থেকে পাটগ্রামে পুলিশ পাঠানোর নির্দেশনা দেওয়া হলেও স্থানীয় প্রভাবশালীদের বাঁধায় তা সম্ভব হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দুপুরে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামেন সঙ্গে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা পাটগ্রাম থানা পরিদর্শন করেছেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, থানায় হঠাৎ আক্রমণের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। এ সময় তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয় হামলাকারীরা। এ ঘটনায় ৮ জন পুলিশ আহত হয়েছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com