খান আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ খুলনা বিভাগীয় পর্যায় সরকারি ভাবে ২০২৫ সালের ধান-চাউল সংগ্রহের সময় প্রায় শেষের পথে। খুলনা বিভাগীয় জেলাগুলির সকল গুদামসমূহের তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা যায়, গত ২০ এপ্রিলের পর থেকে সরকারি ভাবে খাদ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এখানে ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৩৭ মেট্রিক টন এবং সিদ্ধ চাউল ৭৭৪ টি রাইচ মিলের মাধ্যমে ১লাখ, ৭৩ হাজার ৩১৯ মেট্রিক টন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।
তবে চলতি বছরে সরকারি ভাবে ধানের মুল্য নির্ধারন হয়েছে ৩৬ টাকা কেজি এবং সিদ্ধ চালের মুল্য নির্ধারন হয়েছে ৪৯ টাকা। এবছর ধান-চাল সংগ্রহের সময় শেষ হবে ৩১ শে আগস্ট ২০২৫। তবে চলতি বছরে এখনও পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ৪৭ হাজার ৪৪২ মেঃ টন বা ১০৫% এবং সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৪৯ মেঃ টন বা ৭৬%। ১০ জেলার খাদ্য নিয়ন্ত্রকের আওতাধীন সকল গুদামসমূহের (এলএসডির)ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্যে এই তথ্য জানা যায় ৯০℅ খাদ্য সংগ্রহ হয়েছে।
খুলনা জেলায়- খাদ্য- সংগ্রহ ধান-১১৯% এবং চাল-৭৩%। বাগেরহাট জেলায়- খাদ্য সংগ্রহ ধান-৮৫% এবং চাল-৬৮%। সাতক্ষীরা জেলায়- খাদ্য সংগ্রহ ধান-১০৮% এবং চাল-৭৮%। যশোর জেলায়- খাদ্য সংগ্রহ- ধান-১১৪% এবং চাল-৭৮%।
ঝিনাইদহ জেলায়-খাদ্য সংগ্রহ ধান-১০৪% এবং চাল-৭৮%। মাগুরা জেলায়- খাদ্য সংগ্রহ ধান-১১৪% এবং চাল-৮২%। নড়াইল জেলায়- খাদ্য সংগ্রহ ধান-৮২% এবং চাল-৫৬%। কুষ্টিয়া জেলায়- খাদ্য সংগ্রহ ধান-১১৫% এবং চাল-৭৯%। চুয়াডাঙ্গা জেলায়- খাদ্য সংগ্রহ ধান-৯০% চাল-৭১%। মেহেরপুর জেলায়- খাদ্য সংগ্রহ ধান-১১৩% এবং চাল-৯৪%। জেলা খাদ্য নিয়ন্ত্রক বক্তব্যে বলেন, সরকারিভাবে খাদ্য সংগ্রহের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা আমরা সঠিকভাবে পূরণ করতে পারবো।
সার্বিক বিষয় খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যলয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন-সমস্ত প্রতিকুলতা উপেক্ষা করে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ধান-১০৫% এবং চাল-৭৬% সংগ্রহ করেছি। আশা করি নিধারিত সময়ের আগে টার্গেট পুরণ হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই জেলা ও উপজেলা পর্যয়ে সকল কর্মকর্তাদেরকে তারা খাদ্য সংগ্রহের লক্ষ্য পুরন করতে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com