
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে তিনি বাসভবন থেকে রওনা দেন।
এর আগে বিকেলে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়ার তথ্য নিশ্চিক করেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার হাসপাতালে রওনা দেয়ার তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ রাত পৌনে ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে তিনি রওয়ানা হন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com