শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটকারি এস আলম কর্তৃক প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জ ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মানববন্ধন করেছেন।
সোমবার বেলা ১১টায় পৌর শহরের মেইন সড়কে ইসলামী ব্যাংক শাখার সামনের ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী পুরুষ গ্রাহকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ ব্যাংক সেক্টরের গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে এস আলম ও সালমান এফ রহমানসহ এ চক্রের সকল টাকা বিদেশ থেকে ফেরত আনতে হবে। তাদের অবৈধ সম্পদ জব্দ করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে হবে। ইসলামী ব্যাংক সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র এ অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে।
ফারুক হোসেন সামাদ, রফিকুল ইসলাম, মাওলানা ইব্রাহিম হোসেন, নাজমুল হাসান তাজিম, শফিউল আজম, মাসুম হোসেন কচিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ মানববন্ধনে দাবি তোলেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com