হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সীমান্তে নাশকতার বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১১ লক্ষ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে। এসময় অভিযানে ভারতীয় গবাদিপশু, শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোনসহ ১১ লক্ষ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
এছাড়াও সম্প্রতি সীমান্ত এলাকাগুলোতে জালনোট পাচারের সম্ভাবনা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজিবি অতিরিক্ত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন এর গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com