নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে এক ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে আটক করে জনতা। আটককৃত ডাকাতের নাম শাহ আলম। সে মানিকগঞ্জ জেলা সদরের শাহজাহান মিয়ার ছেলে বলে নিজের পরিচয় দেয়। আটককৃত ডাকাত শাহ আলমকে পুলিশে সপোর্দ করা হয়।
জানা যায়, শনিবার রাতে কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে ইউপি সদস্য মো: আব্দুল মালেকের বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ডা চিৎকার শুরু করে। ডাকচিৎকার শুনে আশে পাশের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে এসে ডাকাত শাহ আলমকে আটক করে। বাকী ডাকাতরা গাড়ী যুগে পালিয়ে যায়। আটককৃত ডাকাতকে পরে পুলিশের কাছে সপোর্দ করা হয়। তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রবিবার ওসি মো: মনিরুল ইসলাম জানান, আটককৃত ডাকাতকে থানায় সপোর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com