ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা (সাবেক হুলীভিটা) বাসষ্ট্যান্ড এলাকায় পল্লী বিদ্যুত অফিসের পূর্ব পাশে দাঁড়ানো বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ডি লিংক পরিবহণের একটি থেমে থাকা বাসে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার (১৬ ই নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ঢুলিভিটা বাসষ্ট্যান্ডের উত্তর পাশে পল্লী বিদুৎ অফিসের সামনে ডি-লিংক পরিবহণের দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন দেয়। বাসে আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
অনেকেই মনে করছেন দুর্বিৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে থামানো বাসটিতে দুর্বত্তরা আগুন দিয়েছে বলে জানান সুব্রত সাহা নামে ধামরাই ফায়ার স্টেশনের এক কর্মকর্তা। তিনি বলেন, কেরোসিন বা ডিজেল ঢেলে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধামরাই ফায়ার স্টেশন ইনচার্জ মো: শাহ আলম জানালেন, খবর পেয়ে আমাদের টীম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে গানপাওডারের মাধ্যমে দুর্বৃত্তরা এ অগ্নিকান্ড ঘটিয়েছে।
অন্যদিকে এটি নাশকতা কিনা? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, তাৎক্ষনিক ভাবে নাশকতার প্রমান পাওয়া যায়নি। তবে তদন্ত করে দেখা হচ্ছে। প্রমান পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি জানান, অগ্নকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ডি-লিংকের একটি থামানো বাসের পেছনের অংশে আগুণ দেওয়া হয়েছে এতে কয়েকিটি সীট পুড়ে গেছে। বাসে কোন লোক ছিল না।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com