ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালীথা এলাকায় লাগতে যাচ্ছে উন্নয়ন আর আধুনিকতার ছুঁয়া। গ্রামীন পানি নিষ্কাশন ও সড়কে জলাবদ্ধতা দূর করতে বসছে পাইপলাইন।
জানা যায়, এই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বালীথা পূর্বপাড়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন রাইজিং পোশাক কারখানা থেকে হাজী বাচ্চু মিয়ার মসজিদ হয়ে খলিলের বাড়ির সম্মুখ দিয়ে পূর্ব দিকে ঢাকা আরিচা মহাসড়ক পর্যন্ত গ্রামীন পানি নিষ্কাশনের জন্য প্রায় ১৫০০ ফুট দীর্ঘ পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। সরকারী অর্থায়নে এই পাইপ লাইন স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পাইপলাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন সূতীপাড়া ইউপি চেয়ারম্যান ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা। উদ্বোধন শেষে দোয়া করা হয়। এ সময় স্থানীয় চেয়ারম্যান সাংবাদিকদের জানান, বৃষ্টি হলেই এই গ্রামীন সড়কটিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এটি ছিল দীর্ঘ দিনের সমস্যা। দীর্ঘ দিন পর এই জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে বলে আমার এলাকাবাসীর সাথে আমি নিজেও আনন্দিত।
গ্রামের অধিবাসী হাজী সুলতান উদ্দিন জানান, আমাদের দীর্ঘ দিনের চাওয়া আজ পাওয়ায় পরিণত হতে যাচ্ছে বলে আমরা খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে দোয়া করছি আমাদের প্রিয় জনপ্রতিধির জন্য যার প্রচেষ্টায় এই জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com