সিলেট।। সুনামগঞ্জের তাহিরপুরে ম্যাজিষ্ট্রেটের উপর হামলার ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতর নাম, আকারদস মিয়া। তিনি উপজেলার ঘাগটিয়া (টেকেরগাঁও)’র মৃত আবুল হোসেন ওরফে ছোট মিয়ার ছেলে।
সোমবার উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার থেকে গ্রেপতার করা হয়েছে বলে জানান, থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল ইসলাম।
প্রসঙ্গেত, শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী পশ্চিম তীরের ঘাগটিয়া গ্রামের জালোর টেক এলাকায় জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি চুরি ঠেকাতে যান সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। এ সময় খনিজ বালি চুরির সঙ্গে জড়িতরা ‘মব’ সৃষ্টি করে পুলিশ, নৌপুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর, বোল্ডার ছুড়তে থাকে।
ওই ঘটনায় সোমবার (১০ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর থানায় ৩২৪ জনকে আসামিকে করে মামলা দায়ের করা হয়।
তাহিরপুর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী বাদী হয়ে অবৈধভাবে জাদুকাটা নদীর পাড় (তীর) কেটে নদী ভাঙন, নদী ভূ-প্রকুতি পরিবেশ বিনষ্ট, নদীর পানি প্রবাহের স্বাভাবিক গতিপথ রোধ, পরিবর্তন করে, বেআইনি জনতাবদ্ধে অপরাধজনক বলপ্রয়োগ করে সরকারি কাজে বাধা প্রদান ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা ও নৌপুলিশ সদস্যদের ওপর পাথর-বোল্ডার ছুড়ে হামলা, হুমকি প্রদানপূর্বক ৫ লাখ টাকার খনিজ বালি চুরির অভিযোগে মামলাটি দায়ের করেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com