মঠবাড়িয়া প্রতিনিধিঃ“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে আজ (২৬ নভেম্বর ২০২৫) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সড়ক র্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার।
সকালে একটি বর্ণাঢ্য সড়ক র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও খামারিদের অংশগ্রহণে র্যালিটি প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রদর্শনী চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনায় বক্তারা বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ভবিষ্যৎ প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। বিশেষ করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মাঠপর্যায়ে খামারিদের উন্নত সেবা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন ও গাভী পালন প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, দেশীয় ঘাসের জাত, দুগ্ধ উৎপাদন প্রযুক্তি এবং আধুনিক প্রাণিপালন ব্যবস্থাপনা তুলে ধরা হয়। দিনভর খামারি ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রদর্শনী প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজে ভরপুর।
সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সহযোগিতায় উপজেলা প্রশাসন। পুরো কর্মসূচির অর্থায়ন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এলডিডিপি প্রকল্প।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে খামারিদের মধ্যে স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং দেশীয় জাত সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com