রাহুল গুপ্তা নেপাল: সশস্ত্র পুলিশ बल, नेपाल নং–১৩ গণ, সদর দপ্তর পার্সা সীমান্ত এলাকায় পরিচালিত Intelligence Led Operation–এর আওতায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে।
মাদকাসক্তির কারণে সমাজে পরা নেতিবাচক প্রভাব এবং প্রধান কার্যালয়ের নির্দেশনাকে ध्यानमा রেখে পার্সা জেলায় মাদক নিয়ন্ত্রণ अभियान আরও प्रभावकारीভাবে এগিয়ে নেওয়া হয়েছে বলে সশস্ত্র পুলিশের সূত্র জানিয়েছে। गणपति সপ্রउ পুরন চन्द्र ভট্টের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ সাফল্য পাওয়া গেছে।
বিশেষ सूचनার आधार पर স.प्र.नि. দিপেন্দ्र প্রকাশ মল্লের কমান্ডে পরিচালিত দলটি পার্সা জেলা–বিন্দবাসিনী गाउँपालिका–৫, বটসৈরা এলাকায় চাষের জমির ফসলের ভেতরে খড়ের গাদায় লুকিয়ে রাখা অবস্থায় ২১৩ কিলোগ्राम (দুই কুইন্টাল তেরো কিলোগ্রাম) গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজাটি ২০টি প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে বলে সশস্ত্র পুলিশ জানিয়েছে।
জব্দকৃত মাদক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট निकायের কাছে हस्तান্তর করার প্রস্তুতি চলছে বলে सশस्त্র পুলিশ बल জানিয়েছে। পাশাপাশি सीमा এলাকায় মাদক পাচার तथा অন্যান্য অপরাধমূলক गतिविधির ওপর নজরদারি আরও कড়াকড়িভাবে বৃদ্ধি করা হবে বলেও তথ্য দেওয়া হয়েছে।
[video width="848" height="480" mp4="https://peoplesnews24.com/wp-content/uploads/2025/11/Messenger_creation_A53A32D7-672E-4240-9BF0-3E9C5B04B734.mp4"][/video]
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com