
চরফ্যাসন উপজেলায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২০অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় যাদুঘরের তত্ববধায়নে কোভিট-১৯ স্বাস্থ্য সুরক্ষা বিজ্ঞান প্রযুক্তি উপজেলা পরিষদ চত্ত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।
জানাযায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিনের সার্বিক তত্বাবধানে চরফ্যাসন উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দ্যোগে প্রায় ২০টি প্রদর্শনী স্টোল করা হয়েছে।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, প্রদর্শনীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তৈরি বিজ্ঞান ও প্রযুক্তির অবকাঠামো এ স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
পিএন/এএমএস
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com