
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ লাখ ১৮ হাজার ৪১৭ জন।
বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৮৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।
পিএন/এএমএস
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com