
অনলাইনে ২৪ ঘন্টা বিক্রয়সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে বরিশালে চালু হয়েছে অনলাইন শপ “ইউনিকর্ন”। শপটিতে তরুন ও রুচিশীল ছেলে-মেয়েদের এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন গার্মেন্টস আইটেমের পাশাপাশি রয়েছে দেশি বিদেশি বিভিন্ন কসমেটিকসের সমাহার।
বরিশাল সিটির মধ্যে পণ্য অর্ডার করলেই মাত্র ৩ ঘন্টায় বাসায় পৌছে দেবে প্রতিষ্ঠানটির ডেলিভারীম্যান। তবে এক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকছে সুবর্ণ অফার। বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এছাড়া পন্য পছন্দ না হলে রিটার্ন সুবিধা রয়েছে। (শপ লিংক Facebook.com/Unicorn7f)
মূলত বরিশালে অনলাইনে এই ধরনের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিক্রয় সেবা দিয়ে থাকলেও “ইউনিকর্ন” একেবারে ব্যতিক্রম এবং নির্ভেজাল সেবা দিয়ে আসছে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তার পাশাপাশি গ্রহণযোগ্যতাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
প্রতিষ্ঠানটির একাধিক ক্রতা জানান, বাহিরের দোকানের থেকে কম দামে জেন্টস ও লেডিস আইটেম পাচ্ছি। এছাড়া তাদের কর্মীরা বরিশাল শহরে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে। ফলে ভাড়া ও সময় উভয়টা বেঁচে যাওয়ায় স্বস্তিতে আছেন গ্রাহকেরা। নির্ভেজাল বিক্রয়োত্তর সেবা দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে বাড়ছে বলে মনে করছেন গ্রাহকরা।
প্রতিষ্ঠানটির পরিচালক’রা জানান, ক্রেতাদের নির্ভেজাল বিক্রয়সেবা দেওয়ার কারণে প্রতিনিয়ত তাদের প্রতিষ্ঠানে গ্রাহক বাড়ছে। বেশ কয়েকজন ডেলিভারীম্যান দ্বারা সঠিক সময়ে বাসায় গিয়ে পণ্য পৌছে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের বাসিন্দাদের এক্ষেত্রে কোনো ডেলিভারী চার্জ দিতে হচ্ছেনা। ফলে অনেক ক্রেতাই প্রত্যাশিত সার্ভিসে উৎসাহিত হচ্ছেন।
তারা জানান, ক্রেতা সন্তুষ্টি বজায় রেখে গ্রাহকদের সামনে আরও নতুন কিছু দিতে “ইউনিকর্ন” এর আন্তরিকতার কমতি থাকবে না
পিএন/এএমএস
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com