
মোঃ নুরউদ্দীন মাহমুদঃ ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কন্দ্রকপুর গ্রামের ( সেরাজুল মুন্সিবাড়ি ,জালু বয়াতির খেয়াঘাট সংলগ্ন) কামাল হোসেনের কিশোরি মেয়ে ওবায়দুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আসমা বেগম (১৩) কে জোরপূর্বক ভাবে বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করা হলে ৯৯৯ কল করে সংবাদ দিয়ে জানান দুপুর ১৩:০০ ঘটিকার সময় বরযাত্রী উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হবে।
উক্ত সংবাদ এর প্রেক্ষিতে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ আরমান হোসেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মিজানুর রহমানকে অবহিত করলে পুলিশ এর সহায়তায় তিনি সেখানে সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ আবু আব্দুল্লাহ খান কে সেখানে পাঠান।
আরও পড়ুন: পাইলট বহিষ্কার : ইসরায়েলে যেতে রাজি না হওয়ায়
ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার এএসআই গুলজার সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত থাকিয়া উক্ত বাল্যবিবাহ বন্ধ করিয়া অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং অভিভাবকগণেরা বাল্যবিবাহ দিবেনা অঙ্গীকার প্রদান করেন ।
পিএন/এএমএস
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com