
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ২২ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে হল খোলার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সময় বেধে দেওয়া হয়।
মার্চের প্রথম দিন থেকে তারা হলে উঠতে চান বলে জানান শিক্ষার্থীরা। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ইসমাঈল হোসেন বলেন, ‘ফেব্রুয়ারির মাসের মধ্যেই হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।
আমরা ১ মার্চ থেকে হলে থাকতে চাই। হল খোলার বিষয়ে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।’
সমাবেশ শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যান। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন।
প্রসঙ্গত, আজ সোমবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে।
আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে। তবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
পিএন/এএজি
করোনা ভ্যাকসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রশাসন, শিক্ষামন্ত্রী, শিক্ষার্থীরা
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com