
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগেই বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কেননা তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বর্তমান আবাসস্থল আমেরিকা। সেখানেই তৃতীয় সন্তানের জনক-জননী হবেন সাকিব-শিশির দম্পতি।
যার কারণে বাংলাদেশ থেকে আমেরিকায় যাচ্ছেন সাকিব। ২২ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আগের মতো হাসিমাখা মুখ নিয়ে যেতে পারেনি তিনি। কারণটা যে আসন্ন সিরিজে খেলতে পারছেন না তিনি।
এছাড়াও আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট থেকে ছুটি নিয়েছেন সাকিব। এতে সমালোচনার মুখোমুখিও হয়েছেন এই অলরাউন্ডার। যার কারণে তাকে টেস্ট চুক্তি থেকে বাদ দিতে যাচ্ছে বিসিবি। বিমানবন্দরে সাকিবকে এমন প্রশ্ন তুললেও তা এড়িয়ে গোমড়ামুখে দেশ ছাড়েন।
তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্যে সতীর্থদের শুভকামনা জানিয়েছেন সাকিব। গণমাধ্যমকে তিনি বলেন, “বাংলাদেশের হয়ে খেলা মিস করবো। আসন্ন সিরিজগুলোতে খেলতে পারলে ভালো হতো। তবে কিছুই করার নাই। বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে।”
উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি। এবার তৃতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষা।
পিএন/জেটএস
আমেরিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ ক্রিকেট দল, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, সাকিব আল হাসান
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com