
ভারত ও বাংলাদেশের মানুষের সুখ পরস্পরের ওপর নির্ভরশীল। সম্পর্ক উন্নয়নে দুই দেশকেই বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের স্থান নেই।
এসময় মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট এসোসিয়েশনের আয়োজনে এই অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, অমীমাংসিত বিষয় সমাধান করে দুদেশের মানুষের মধ্যে দূরত্ব দূর করতে হবে।
পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সাথে বাংলাদেশ-ভারত সম্পর্ক বজায় থাকবে বলেও আশা তাদের।
পিএন/এএজি
উন্নয়ন, জাতীয় প্রেসক্লাব, ড. হাছান মাহমুদ, বাংলাদেশ-ভারত, ভারতীয় হাইকমিশনার, মুক্তিযুদ্ধ
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com