
সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাক চালক ও এর সহকারীকে আটক করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সোনামসজিদ গামী একটি খালি ট্রাক সোনামসজিদ অভিমুখে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়। নিহতরা হলো শিবগঞ্জ উপজেলার কালু দক্ষিণপাড়া গ্রামের রাশেদের ছেলে আব্দুর রহিম (২৮) ও একই এলাকার সালেকুল বাবুর ছেলে আব্দুল হামিদ (২৪)। ঘটনাস্থলেই মারা যায় তারা।
আরও পড়ুন: ভারতের দাদাগিরির অবসান চান জেনারেল ইব্রাহীম
এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ডালিম ও এর সহকারী কাশেম কে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের লাশ পরিবারের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
পিএন/জেটএস
চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলা, সড়ক দুর্ঘটনা
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com