
কলাপাড়ায় অপহৃত মোসা: তামান্না আক্তার (১৫) নামে ৯ম শ্রেনীর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
মংঙ্গলবার রাতে বালিয়াতলী ইউনিয়নের পোলঘাটা বাজার এলাকা থেকে ২ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয় । অপহৃত তামান্না স্থানীয় তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী, তার বাড়ী বালিয়াতলী ইউনিয়নের রিফিউজি পাড়ায়।
এ ঘটনায় অপহৃত ছাত্রী তামান্নার পিতা মো: সিদ্দিকুর রহমান বাদী হয়ে অপহরনকারী মিরাজ সর্দার (২৮) কে আসামী করে বুধবার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অপহরনকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অপহরনকারী মিরাজ সর্দার পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের লেমুপাড়া এলাকার মো: শাহআলী সর্দারের ছেলে ।
আরও পড়ুন: ভারতের দাদাগিরির অবসান চান জেনারেল ইব্রাহীম
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আলামিন এ প্রতিবেদককে বলেন, মংগলবার সন্ধ্যায় তামান্না তার পিতার দোকান থেকে বাড়ীর সওদা নিয়ে বাড়ী ফেরার পথে পথিমধ্যে তাকে মুখ চেঁেপ অপহরন করে নেয় মিরাজ সর্দার । তাৎক্ষনিক ঘটনা জানাজানি হলে তামান্নার পিতা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তামান্নাকে উদ্ধার করে অপহরনকারী মিরাজকে গ্রেপ্তার করে।
পিএন/এএমএস
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com