
বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। সেখান থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বিসিবির এক ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
তামিম আরও বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সব ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’ নিজের ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জাতির পিতার ত্যাগ হোক নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’
বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসানও। বঙ্গবন্ধুর লক্ষ্য-পরিকল্পনার ওপর ভর করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে বলে মনে করেন তিনি।
সাকিব লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সব সময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা।’
অন্যরা যা পড়েছে :
- উন্নয়নের ম্যাজিক হলো দেশপ্রেম : প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধের চেতনা বিএনপি’র কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার : কাদের
- খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো আরও ছয় মাস
- ইসলামের কথা বলার জন্য এসেছি, সেলফি ওঠাতে আসি নাই : মামুনুল হক
- অধিকার রক্ষার বাইরে কোনও উদ্দেশ্য নেই : এরদোয়ান
- দ্রুত বিচার আইনে মামলার আবেদন কাদের মির্জার বিরুদ্ধে
- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বর্তমান সরকার ও ইসির অধীনে কোনো নির্বাচনে যাবেনা বিএনপি
- বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না : রিজভী
পিএন/এএজি
তামিম ইকবাল, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সাকিব আল হাসান
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com