
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালে নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। হত্যার পর কত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। আজ প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না। ১৯ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৫টার জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কা আমাদের ঘনিষ্ঠ বন্ধু। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে শ্রীলঙ্কা সম-মনোভাব পোষণ করে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্য অটুট থাকবে। মুজিববর্ষের অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত আছেন।
অন্যরা যা পড়েছে :
- বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় বৈঠকে ৪ সমঝোতা স্মারক সই
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ : কাদের
- সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে : আইজিপি
- ইসলামের কথা বলার জন্য এসেছি, সেলফি ওঠাতে আসি নাই : মামুনুল হক
- মার্চে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নিয়ে সংশয়
- নৌবাহিনীর কর্মকর্তা মারধরের ঘটনায় ইরফান সেলিমকে জামিন দিয়েছে হাইকোর্ট
- কাসেম সোলাইমানির নামে ইরানের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ
- রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন
- করোনা রোধে আবারও পুলিশের কার্যক্রম শুরু ২১ মার্চ থেকে
- করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
- আদালতের মধ্যে আইনজীবী ও জজশীপ কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি হামলা
- নির্মাণকাজ শেষ হয়নি এখনো, এরই মধ্যে লেবুখালীর পায়রা সেতুতে ধস
পিএন/এএজি
প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ, শেখ হাসিনা
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com