
বাংলাদেশের যে কোনো সমস্যায় পাশে থেকেছে ভারত। মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনের শেষ দিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০-এ ভূষিত করায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, বিগত যে কোন সময়ের চেয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ১০ দিনের আয়োজনে শেষ দিনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদীর সফর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোহ দান তাৎপর্য বয়ে আনে।
জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের সমাপনী আয়োজনে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশ সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। বলেন, এই সফরে বেশকিছু যৌথ কর্মসূচি পালন করবে দুই দেশ। সেইসাথে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অতিতের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশ ভারতের মধ্যে শিল্প, জ্বালানী, যোগাযোগ সব ক্ষেত্রে উন্নতি হয়েছে। এ সময় শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়তে ভারতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।
অন্যরা যা পড়েছে :
- মোদীর আগমনই হবে এই সরকারের পতনের কারন : মামুনুল হক
- বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক
- ‘সনাতন ধর্মকে কলংকিত করেছে উগ্রবাদী সংগঠন ইসকন’
- অতন্দ্র প্রহরী হয়ে দেশবিরোধী সব অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা
- শাহবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন নুরুল হক নূর
- মোদীর দ্বারা দেশ কলঙ্কিত করার দায় আওয়ামী লীগকেই বহন করতে হবে : পীর সাহেব চরমোনাই
- লুট, দাঙ্গা, মানুষ খুন বিজেপি-র তিনটি গুণ : মমতা
- নির্মাণকাজ শেষ হয়নি এখনো, এরই মধ্যে লেবুখালীর পায়রা সেতুতে ধস
পিএন/এএজি
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী, বাংলাদেশ-ভারত, শেখ হাসিনা
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com