
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস -২০২১ ইং উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৭ মার্চ) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কুইজে মোট ২০ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ১০০ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করে ৫ জন। পরে লটারির মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়।
পাকুন্দিয়া সরকারি কলেজের আবু সাইম ১ম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের লাবন্য মাহমুদ ২য় এবং একই উচ্চ বিদ্যালয়ের ফাইজা ইসলাম ৩য় স্থান অধিকার করেন।পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন এর পাকুন্দিয়া প্রতিনিধি হুমায়ুন কবির ও যুগ্ম-সাধারণ শোয়েব রাসেলের সঞ্চালনায় দৈনিক শতাব্দীর কণ্ঠ এর সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একেএম লুৎফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারী গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালটিয়া আর এস আইডিয়াল কলেজের প্রভাষক নাছির উদ্দিন দুলাল, কবি সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক শামীম আহমেদ, কিশোরগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি আতাউর রহমান সোহাগ ।
এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম,এ হান্নান, সাংবাদিক সৈয়দুর রহমান সৈয়দ, পিপলস নিউজ এর পাকুন্দিয়া প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক সুলতান আফজাল আইয়ূবী। পরে অতিথিদের বই দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অন্যরা যা পড়েছে :
- পটুয়াখালীতে তক্ষক নিয়ে ভয়ংকর প্রতারণা!
- বাংলাদেশের যে কোনো সমস্যায় পাশে থেকেছে ভারত : প্রধানমন্ত্রী
- ‘সনাতন ধর্মকে কলংকিত করেছে উগ্রবাদী সংগঠন ইসকন’
- বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গ্রেপ্তার হয়েছিলাম : মোদী
- স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ঢাকা শহরে চলছে অঘোষিত কারফিউ : ফখরুল
- সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করা আজকের দিনের শপথ : কাদের
- লুট, দাঙ্গা, মানুষ খুন বিজেপি-র তিনটি গুণ : মমতা
- নির্মাণকাজ শেষ হয়নি এখনো, এরই মধ্যে লেবুখালীর পায়রা সেতুতে ধস
পিএন/এএজি
কিশোরগঞ্জ, পাকুন্দিয়ায় উপজেলা, পুরস্কার, বিতরণ
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com