
তুরস্কে সরকারের সমালোচনা করায় নৌবাহিনীর সাবেক ১০ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারাসহ অবসরপ্রাপ্ত ১০৪ কর্মকর্তা বসফরাস প্রণালিতে সরকারের নতুন প্রকল্পের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন।
গত শুক্রবার তুরস্কের ১০৪ জন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা একটি বিবৃতি দেন। সেখানে তারা বলেন, ‘ক্যানাল ইস্তাম্বুল’ নামের প্রকল্পের ফলে ‘মন্ট্রিক্স কনভেনশন’ হুমকির মুখে পড়বে এবং বসফরাস ও দার্দানেলেস প্রণালিতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
এদিকে, সাবেক নৌ কর্মকর্তাদের বিবৃতিকে বেসামরিক সরকারের প্রতি সরাসরি সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে তুরস্ক।
প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এই বিবৃতিতে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি সামরিক চক্রান্তের বৈশিষ্ট্য ছিল উল্লেখ করে বলেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের একটি দল তাদের বিবৃতির মাধ্যমে নিজেদের হাস্যকর ও করুণ পরিস্থিতিতে ফেলেছেন। এই বিবৃতি তাদের সামরিক অভ্যুত্থানের সময়কে প্রতিফলিত করছে।
পিএন/আর
এরদোগান, তুরস্ক, বসফরাস প্রণালি
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com