| হাবিব, ডেস্ক এডিটর
বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনাভাইরাস। দিনদিন এই ভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৮ হাজার মানুষের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ৬৮৮ জন।
ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে একজনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রান্ত হয়েছে ২৭ জন।
এদিকে, ফ্রা’ন্সে প্রথম করোনা রোগীদের চিকিৎসা দেওয়া সেই ডাক্তার করোনায় আ’ক্রান্ত হয়ে মারা গেছেন বলে আজ জানিয়েছেন কর্তৃপক্ষ। করোনাভাইরাসে ইউরোপে প্রথম মৃ’ত্যু হয় ফ্রান্সে।
প্যারিস শহরের মেয়র এএফপিকে বলেছেন,’৬৭ বছর বয়সী ওই ডাক্তার প্যারিসের উত্তরে কমপিগেন হাসপাতালের জরুরি মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেছেন, আমাদের করোনা নিয়ে প্রথম সতর্ককারী ব্যক্তিটি শনিবার মারা গেছেন। নিজের মৃ’ত্যু হবে জানতেন, তবুও তিনি করোনা রোগীদের চিকিৎসা দিয়ে গেছেন। ফ্রান্সে’ করোনা রোগীর চিকি৭সা দেওয়া তিনি ছিলেন প্রথম ডাক্তার।
Peoples News
© 2020 - Peoplesnews24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech