| হাবিব, ডেস্ক এডিটর
দিগন্ত পরিবহন নামের বাসে করে হবিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে নরসিংদীর শাহেপ্রতাব এলাকায় চলন্ত বাসে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম ইমদাদুল হক (৪০)। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যাওয়া ওই ব্যাক্তি রাজশাহীর মৃত. আব্দুস সাত্তারের ছেলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশসহ বাসটিকে পুলিশের পাহাড়ায় রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, খুব কম সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়া দিগন্ত পরিবহণের এই বাসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ইমদাদুল হক ঢাকা যাওয়ার জন্য ওঠেন। বাসটি পথে নরসিংদীর বারৈচা এলাকায় পৌঁছালে যাত্রীরা তাকে বাসের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
পরে হেলপার দিগন্ত পরিবহনের ঢাকা কাউন্টারে যোগাযোগ করে বাসটিকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এসময় পুলিশ খবর পেয়ে নরসিংদীর শাহেপ্রতাব মোড়ে বাসটিকে আটক করে।
তবে ইমদাদুলের মৃত্যুর সঠিক কারণ বাসের যাত্রীদের কেউ বলতে পারছে না।
বলে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ।
Peoples News
© 2020 - Peoplesnews24.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design MasudTech