• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

ইভিএমে প্রথম ভোট, সাড়া দিচ্ছে তেঁতুলিয়াবাসী

| নিউজ রুম এডিটর ১১:২২ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২২ জাতীয়, লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ এই প্রথম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা ইলেকট্রনিক ভোটিং যন্ত্রে (ইভিএম) মাধ্যমে ভোট দিচ্ছেন। ভোট দেওয়ার প্রক্রিয়া ভিন্ন ধর্মীর হলেও ভোটার উপস্থিতি কমতি নেই।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকেই ভোট কেন্দ্রে ভালো সাড়া দিচ্ছে তেঁতুলিয়াবাসী।

দেখা যায়, সকাল থেকে তেঁতুলিয়া ৯ নং ওয়ার্ডের নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত দেখা গেছে। নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে ইভিএমে ভোট দিচ্ছেন। এছাড়া নিরাপত্তা ক্ষেত্রে পুলিশ, আনসার সদস্যরা সব সময় তৎপর রয়েছেন।

এবার উপ-নির্বাচনে সদস্য পদে প্রার্থী ৪ জন। বাবুল মিয়া রাজু, লাল মিয়া, শৈলন্দ্র চন্দ্র বর্মন ও নুরুল আমীন বাবুলসহ ৪ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

তেঁতুলিয়া নীলকান্ত সরকারি বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছে ইজ্জাতুল নামের এক যুবক। তিনি বলেন, ইভিএমে এবারই প্রথম ভোট দিতে যাচ্ছি। সকাল ১০টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছি। আর দুই-এক জনের পর আমার সিরিয়াল আসবে। ভোট কেন্দ্রে কোনো ঝামেলা নেই। আমার ভোট আমি দিতে পারবো, এটা ভেবেই ভালো লাগছে।

সৈয়দ আলী নামের এক বৃদ্ধ ভোটার বলেন, ইভিএম বুঝি না। ভোট দিতে এসেছি দেখি কী হয়। আগেরবার ভোট দিতে পারি নাই, এবার ভোট টা দিবো ভাবছি।

তেঁতুলিয়া ওয়ার্ডের উপ নির্বাচনের সদস্য প্রার্থী শৈলন্দ্র চন্দ্র বর্মন বলেন, সকাল থেকে এখন পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই আমাদের কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোটামুটি ভোটারের উপস্থিতির সংখ্যাও ভালো।

কালীগঞ্জ নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, ইভিএম ভোটিং উপলক্ষে ভালো উপস্থিত রয়েছে নির্বাচনে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই। আশা রাখি ভালোভাবে ভোট সম্পন্ন হবে।