• আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিদ্যুৎ স্পষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

| নিউজ রুম এডিটর ১১:০০ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-মামুন (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া দোলারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মামুন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের নিচু জমিতে জমে থাকা পানি সেচ দিয়ে পাড়ার বন্ধুরাসহ মাছ ধরছিলেন মামুন। এ সময় সেচ পাম্পের বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।