• আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৩:১৮ অপরাহ্ণ | জুলাই ২৯, ২০২৫ লালমনিরহাট
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুতের পড়ে থাকা তারে পানির সাথে বিদ্যুতায়িত হয়ে  বিদ্যুৎস্পৃষ্টে মজিবর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু।
মঙ্গলবার (২৯ জুলাই ) দুপুরে  উপজেলার
ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি গাভীর ও মৃত্যু হয়।
নিহত মজিবর রহমান (৬০) উপজেলার ফকিরপাড়ায় ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার  দুপুরে
ব্যবসায়ী মুজিবর রহমান একটি গাভী নিয়ে পার্শ্ববর্তী জমির খেতে নিয়ে গেলে এ সময় পড়ে থাকা বিদ্যুতের তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে।
 এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করা হবে।