• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

শনিবার থেকে নতুন পদ্ধতিতে ট্রেনের টিকিট বিক্রি

| নিউজ রুম এডিটর ৫:১৯ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

রেলের টিকিট বিক্রির পদ্ধতি শনিবার (২৬ মার্চ) থেকে পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে ‘রেল সেবা’ অ্যাপে আর মিলবে না টিকিট। শনিবার (২৬ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের টিকিট মিলবে শুধু eticket.railway.gov.bd এই ওয়েব সাইটে।

গত ৫ বছর ধরে অনলাইনে রেলের টিকিট বিক্রি করা হচ্ছিল ‘রেল সেবা’ অ্যাপে। রেল সেবা ছাড়াও ‘ই-সেবা’ ওয়েব সাইট থেকেও মিলত ট্রেনের অনলাইন টিকিট। রেলের অনলাইন টিকিট বিক্রিতে এখন থেকে এ দুই অনলাইন প্ল্যাটফরমই বাতিল হয়ে যাচ্ছে।

রেলের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসিন সময় সংবাদকে জানান, ২৫ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে চালু হবে নতুন ওয়েব সাইট। কারিগরি সব পরীক্ষা-নিরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২৬ মার্চ সকাল ৮টা থেকে সহজ ডট কমের তত্ত্বাবধানে নতুন ওয়েব সাইটে শুরু হবে টিকিট বিক্রয় কার্যক্রম। নতুন ওয়েব সাইটের মাধ্যমে যাত্রীরা সহজেই টিকিজ সংগ্রহ করতে পারবেন বলেও প্রত্যাশা রেলের এ কর্মকর্তার।

গত ১৫ বছর ধরে রেলের অনলাইন ও কাউন্টারে বিক্রির দায়িত্বে ছিল কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিস-সিএনএস। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিএনএসের সঙ্গে রেলের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর রেলের টিকিট বিক্রির দায়িত্ব পায় ‘সহজ ডট কম’ নামের আরেকটি প্রতিষ্ঠান।

কাউন্টারের প্রতিটি টিকিটের জন্য সিএনএসকে ৩ টাকা করে প্রদান করত রেলওয়ে, আর অনলাইনে বিভিন্ন সার্ভিস চার্জসহ সিএনএস নিত ২০ টাকা করে। নতুন করে চুক্তির আওতায় সহজ লিমিটেডকে কাউন্টারে প্রতি টিকিটের জন্য ২৫ পয়সা করে প্রদান করবে রেলওয়ে। তবে অপরিবর্তিত থাকছে অনলাইনের সার্ভিস চার্জ অর্থাৎ অনলাইনে প্রতিটি টিকিট কাটতে অতিরিক্ত দিতে হবে ২০ টাকা করে।

আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে সহজ ডট কম। আগের মতোই মোট টিকিটের ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ অনলাইনে বিক্রি হবে টিকিট। সহজ ডট কম দায়িত্ব পাওয়ার পর বাতিল হয়েছে রেলের টিকিট সংগ্রহের আগের সব অ্যাপ ও সায়েব সাইট। আগামীকাল থেকে অনলাইনে রেলের টিকিট মিলবে eticket.railway.gov.bd এই ওয়েব সাইটে।