

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর আজ শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
সদ্য গঠিত একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, সরকারের এমন আচরণ শুধু গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলের কাছেই প্রশ্নবিদ্ধ। সরকার চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে গেলেও একটি সদ্য জন্ম নেওয়া, নিবন্ধনহীন দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এনসিপির প্রতি সরকারের এই সহযোগিতা পূর্বের কিংস পার্টি গঠনের মতোই একটি নজির।
নুরুল হক নুর সতর্ক করে বলেন, নির্বাচনের আগে সরকার যদি নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দেশবাসী নিরপেক্ষ সরকারের দাবি জানাতেই পারে। নির্বাচনের আগেই একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখা দিতে পারে।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে ভিপি নুর বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ফ্যাসিবাদীদের দোসররা তত বেশি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই জনগণ আজ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি তুলছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কুমিল্লা জেলা ও মহানগর কমিটির নেতারা।