• আজ ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট : ভিপি নুর | দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা |

জুলাই গণঅভ্যুত্থানে ৩ ছাত্র হত্যার মামলায় বিতর্কিত চার্জশিটরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

| নিউজ রুম এডিটর ৬:২৩ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০২৫ আইন ও আদালত, সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ৩ ছাত্র হত্যা মামলার তদন্তে প্রকৃত খুনিদের অব্যাহতি এবং নিরপরাধ ব্যক্তিদের আসামি হিসেবে অন্তর্ভুক্তি করে আদালতে বিতর্কিত চার্জশিট দাখিলের অভিযোগ তুলে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের থানা মোড়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সদস্য সচিব শাহানুর রহমান সায়েম, মুখপাত্র ফারহান ফুরাদ তুহিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, জুলাই যোদ্ধা মো. আরিফ, মো. সজিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেরপুর জেলায় ৩ জন ভাই শহীদ হয়েছেন। ওই ঘটনায় দায়ের করা ৩টি হত্যা মামলায় আদালতে দাখিল করা চার্জশিটে কয়েকজন প্রকৃত আসামিকে বাদ দেওয়া হয়েছে। একইসাথে নিরীহ অনেক কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীর নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। অর্থের বিনিময়ে দেওয়া এ মিথ্যা চার্জশিট বাতিল করে অনতিবিলম্বে যারা এ হত্যার সাথে জড়িত তাদের অন্তর্ভূক্তকরণসহ নিরীহদের বাদ দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ওইসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী একটি দ্রুতগতির গাড়ির চাপায় নিহত হন শেরপুর সদরের পাকুড়িয়া এলাকার মাহবুব আলম ও ঝিনাইগাতীর পাইকুড়া গ্রামের শারদুল আশীষ সৌরভ। এছাড়া একই সময়ে আন্দোলনবিরোধী আওয়ামী লীগের একাংশের পাল্টা মিছিল থেকে গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী সবুজ মিয়া (১৮)। ওইসব ঘটনায় দায়ের করা ৩ হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাড়িচালকসহ ৫০৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। আর অব্যাহতির আবেদন জানানো হয় পুলিশের ডিআইজি ও শেরপুরের সাবেক এসপি আনিসুর রহমান, সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সাব্বির আহমেদ খোকন, শহর আওয়ামী লীগ নেতা জুলফিকার আলীসহ ৪০ জনের। এর মধ্যে দুটি মামলায় বাদীপক্ষ কোন পদক্ষেপ না নিলেও মাহবুব হত্যা মামলার বাদী মোছা. মাফুজা খাতুন আদালতে নারাজি দাখিল করেছেন। তার দাবি, মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করার পাশাপাশি প্রকৃত কিছু দোষীদের বাদ দেওয়া হয়েছে।