• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এআই ব্যবহারে আপনার মস্তিষ্ক বিকল হচ্ছে না তো?

| নিউজ ডেস্ক ১১:২০ পূর্বাহ্ণ | আগস্ট ২, ২০২৫ তথ্য-প্রযুক্তি, সারাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গত পাঁচ বছরে লাখো মানুষের দৈনন্দিন চিন্তা, কাজ ও শিক্ষাখাতে প্রবেশ করেছে। কিন্তু প্রশ্ন—এই প্রযুক্তির অত্যধিক ব্যবহার কি আমাদের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে?

বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে ব্যবহার করলে এআই উপকারী, কিন্তু অযথা নির্ভরতা মানসিক ক্ষমতা, বিশেষ করে স্মৃতি, যুক্তি এবং সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বৈজ্ঞানিক গবেষণা: কি বলছে?
মাইক্রোসফট-এর এক সমীক্ষা জানায়, যারা এআই টুলে  নির্ভরশীল, তাদের ক্রিটিক্যাল চিন্তাভাবনায় অবনতির ঝুঁকি স্পষ্ট মাত্রায় বাড়ছে।
এক গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহারের ফলে মস্তিষ্কের কাজ অস্তিত্বহীন টুলে তুলে দেওয়া—সমালোচনামূলক চিন্তাকে কমিয়ে দেয়, বিশেষত তরুণদের মধ্যে।
নিউরোলজিস্টদের মতামত:
গবেষণায় দেখা গেছে যে, এআই ব্যবহার রোগ-নির্ণয়ে সহায়ক হতে পারে—বিশেষ করে PET scan বিশ্লেষণের ক্ষেত্রে কাঠিন নির্ণয়ে সহায়তা করে। তবে নিউরোলজিস্টরা সতর্ক করেন: এটি মানুষকে রিপ্লেস করার জন্য নয়, বরং তাদের দক্ষতা বাড়ানোর জন্য।
নিউরোলজিস্ট রোহিত মিশরা বলেন, এআই যদি মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে, তবে ভালো; কিন্তু অতিরিক্ত নির্ভরতা স্বাভাবিক চিন্তাশক্তিকে ধীর করতে পারে।
এআই গবেষকদের দৃষ্টি—বিশ্বমানের মতামত:
‘এআই এর গডফাদার’ নামে ক্ষেত জিওফ্রে  হিন্টন স্বীকার করেছেন  এআই দ্রুত মানবজ্ঞানকে অতিক্রম করতে পারে এবং তার অপব্যবহার ভয়ানক হতে পারে — মস্তিষ্ক বিকৃতির চেয়ে বড় আলোচ্য বিষয়।
এআই গবেষক সুসান স্নাইডার, তার বই Artificial You-এ যুক্তি দিয়েছেন যে এআই আমাদের মস্তিষ্ক, চেতনা ও আত্মাকে এমনভাবে পরিবর্তন করতে পারে যা আমরা অজান্তে বিকৃত করতে পারি—এই প্রযুক্তির জন্য একটি সতর্ক, দার্শনিক ও দায়িত্বশীল ব্যবহার দরকার।
নিক বোস্ট্রম বলেন, এআই‑এর সুপারইন্টেলিজেন্স মানব মস্তিষ্ককে দ্রুত অতিক্রম করতে পারে এবং এটি বিপদ সৃষ্টি করবে যদি এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।এআই আমাদের দক্ষতা, তথ্যপ্রাপ্তি ও চিকিৎসা শক্তিতে অবিশ্বাস্য উন্নতি এনেছে। তবে অনেক গবেষণা ও বিশেষজ্ঞের মতামতে স্পষ্ট—বিশ্লেষণ, সৃজনশীলতা ও চিন্তার দায়িত্ব আমাদেরই রাখতে হবে। আমাদের মস্তিষ্ক থাকা দরকার সক্রিয়।

সময় সময় নিজে চিন্তায় কাজ করো। এআই-কে চিন্তার অংশী করো, চিন্তা করাকে এআই-এর বন্দী করো না।

, ,