

বাংলাদেশের ওপর মার্কিন পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত পেয়েছে ঢাকা। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ‘মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে— এমন ইঙ্গিত আমরা পেয়েছি।’
মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে বলে আশা করছি। তবে ঠিক কতটা কমবে, তা এখনই বলা যাচ্ছে না। বুধবার (৩০ জুলাই) ও বৃহস্পতিবার (৩১ জুলাই) আরও বৈঠক রয়েছে। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আমরা আশাবাদী।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠকটিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বৈঠকে।
যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে রয়েছেন দেশটির বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস।