

কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল ও কলেজের সভাপতির দায়িত্ব গ্রহন করলেন এনসিপির উপজেলা সংগঠক আব্দুল কাইয়ুম।
মঙ্গলবার দুপুরে বড়ভিটা স্কুল ও কলেজের অধ্যক্ষ বাদশাহ আলমগীরের সভাপতিত্বে স্কুল হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন,বড়ভিটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রহীম,সেক্রেটারি জামিনুর রহমান কিশোরীগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোবারক হোসেন,স্কুল ও কলেজের প্রভাষক মোর্শেদ আহমেদ চৌধুরী লিপন,মাহবুব জামান ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।।
সভাপতি বলেন,আমরা এনসিপির পক্ষ থেকে একটি প্রতিষ্ঠানকে বেঁচে নিয়েছি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য। উপজেলার এই স্কুল ও কলেজকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসাবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এজন্য কলেজের সকল শিক্ষককে পরিশ্রম করতে হবে। দায়িত্ববান হতে হবে। প্রত্যেক শিক্ষককে নিজের প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব নিতে হবে। আমি আশা করি কলেজের উন্নয়নে বিএনপি, জামায়াত ও এনসিপি ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করবে।