• আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

মোড়লগঞ্জে নিরাপদ পানি ও জলবায়ু বিষয়ক মানববন্ধন শেফালী আক্তার রাখি,

| নিউজ রুম এডিটর ১১:৫৯ অপরাহ্ণ | জুলাই ২৯, ২০২৫ সারাদেশ

 

শেফালি রাখি মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জ ২৯ জুলাই সোমবার বিকেল ৪টায় ডরপ এ্যাকসেস প্রকল্পের আওতায় হেলভেটাস বাংলাদেশ এর সহোযোগিতায় ও ডরপের আয়োজনে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন ও গাবতলা নদীভাঙ্গন কবলিত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়। “পানি ও জলবায়ু অধিকার নিশ্চিত করো,বাজেটে বৈষম্য বন্ধ করো” এই প্রতিবাদী স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় জনগণের দীর্ঘদিনের পানি সংকট,জলাবদ্ধতা সমস্যা এবং বাজেট বৈষম্যের বিরুদ্ধে গঠিত দাবিসমূহ তুলে ধরেন।

মানববন্ধনে বাজেট মনিটরিং ক্লাব,উপজেলা যুব গ্রুপ ও মা-সংসদের পিয়ারা বেগম, আমেনা বেগম, আব্দুর রহিম তালুকদার, শেফালী আক্তার রাখি, মমতাজ বেগম, আব্দুল মালেক শেখ, প্রমুখ বক্তৃতায় বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ভাঙ্গন, অতি বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে স্থানীয় জনগণ বিভিন্ন দুর্ভোগে ভুগছেন। লবণ পানি ঢুকে নিরাপদ পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে,, খাস পুকুরগুলো অব্যবহৃত, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় কৃষি,স্বাস্থ্য ও মানব জীবনে বিপর্যয় নেমে আসছে। এমন পরিস্থিতিতে জীবন- জীবিকা হুমকির মুখে পড়ছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী।

মানববন্ধনে বক্তারা জোর দাবি জানিয়ে আরো বলেন, টেকসই ভেড়িবাঁদ নির্মাণ না হলে এই অঞ্চলের জলাবদ্ধতা কোনোভাবেই দূর হবে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এই জনপদ পানির অভাবে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। তাই এখন সময় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা ও সেই বাজেটের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

এসময় মোড়েলগঞ্জ উপজেলা ডরপ এক্সেস প্রকল্পের কো-অর্ডিনেটর সওকত চৌধুরী, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মইনুল ইসলাম,সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সাবেক সহ- সাধারণ সম্পাদক এম পলাশ শরীফসহ স্থানীয় ভুক্তভোগীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।