• আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে সিএসও সিবিওদের ওরিয়েন্টেশন সভা অুনষ্ঠিত

| Peoples News ৫:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৫ সারাদেশ

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটে মোরেলগঞ্জে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ওয়াশ বাজেট প্রক্রিয়ার উপর সিএসও ও সিবিও সদস্যদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় মিম কমিউনিটি সেন্টারে বেসরকারি সংস্থা হেলভেটাস বাংলাদেশের সহোযোগিতায় ডরপ এক্সেস প্রকল্পের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন ওয়াশ বাজেট মনিটরিং কমিটির সভাপতি মো. খলিলুর রহমান।ওরিয়েন্টেশনে আলোচনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রভাংশু রায়, ডরপ-এর উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী, ইউপি সদস্য মো. শাহবুদ্দিন শিকদার, আসাদুজ্জামান সোহেল, মনির হোসেন, মরিয়ম বেগম,উপজেলা যুব গ্রুপের সভাপতি শেফালী আক্তার রাখি প্রমুখ।

এক দিনের ওরিয়েন্টেশনে ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, মা সংসদের সদস্য, সিএসও ও সিবিও, জনপ্রতিনিধি, সাংবাদিক, বাজেট মনিটরিং ক্লাব, যুব গ্রুপের সদস্য,স্বাস্থ্য গ্রাম দলসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।