
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি রোববার দুপুরে চুয়াডাঙ্গা দর্শনার গড়াইটুপি রাস্তার মোড় থেকে পুলিশ ৯শ৯০পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩জনকে আটক করেছে।বিকালে চালান করা হয়েছে। দর্শনার তিতুদহ ক্যাম্প ইনচার্জ এস আই আনোয়ারুল ইসলাম জানান ঐদিন বেলা দেড়টার দিকে ৪/৫জন লোক স্হানীয় গড়াইটুপি মোড় দিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে পালানোর চেস্টা করে।
এ সময় পুলিস ৩জনকে ধরে ও দেহ তল্লাশি করে ৯শ৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।আটককৃতরা হলেন জীবননগর থানার মেদেনিপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে হাকিম(২৯) এক গ্রামের সামাদ আলির ছেলে হাসিবুর (২৮) ও সিংহনগর গ্রামের সামসুদ্দিনের ছেলে ওয়াসিম (২৭)।দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান তাদেরকে বিকালেই জেল হাজতে প্রেরন করা হয়েছে।






















