

বিএনপির সমাবেশ থেকে জনগণের ক্ষতি করার কোনো সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপারেশেনের মেয়র ফজলে নূর তাপস।
২৮ তারিখ গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। ছবি সময় সংবাদ ২৮ তারিখ গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছেন মেয়র ফজলে নূর তাপস।
তাপস বলেন, ‘২৮ তারিখ আমি আপনাদের সঙ্গে রাজপথে থাকবো। আমরা কোনো কিছু কেড়ে নিতে দেব না। ২৮ অক্টোবর যেমন আমরা লগি-বৈঠা নিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছিলাম, ঠিক তেমনি আবারো এই ২৮ তারিখ আমরা গণতন্ত্রকে রক্ষা করবো।’
এ সময় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৮ তারিখ আমাদের জন্যে অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ্ বিজয়ী হবো।
একই সভায় ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনের সঙ্গে মোটা মোটা লাঠি নিয়ে সমাবেশে আসার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘২৮ তারিখে নৌকার পেছনে মোটা মোটা লাঠি নিয়ে যেতে হবে। ফেস্টুনে মোটা মোটা লাঠি থাকবে। আমাদের কর্মীরা সব জানে বিএনপির লোকজন কোথায় থাকে, কোন মেসে থাকে, কোন হোটেলে থাকেন সব জানা আছে আমাদের।’
মতবিনিময় সভায় বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ থেকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নেতারা বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। ২৮ তারিখ সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করা হবে।
সভায় সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।