• আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল | যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস | সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭ | বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯ | গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! |

দোসরদের কার্যক্রম নিষিদ্ধ ও বিচার নিশ্চিতসহ তিন দাবিতে ইবিতে বিক্ষোভ

| নিউজ রুম এডিটর ১১:১৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২০, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি:আওয়ামী স্বৈরাচারের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ ও বিচার নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাকি দুই দাবি হলো সিলেটের মুরারিচাদ (এমসি) কলেজের শিক্ষার্থীর উপর শিবিরের হামলার বিচার। অবিলম্বে বিশ্ববিদ্যালয় স্থাপনায় আওয়ামী দোসরদের নাম পরিবর্তন করতে হবে।

মিছিলে ‘দোসরদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে ’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসরদের বিচার হয়নি বলেই আজ সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে। সন্ত্রাসীদের কোন দলমত নেই, তারা দুষ্কৃতিকারী। তাদের অতিদ্রুত বিচার করতে হবে। তারা যেই দলেরই হোক। বর্তমান প্রশাসনকে বলবো আপনারা বিপ্লব পরবর্তী প্রসাশন। আপনাদের কোন দলমত কে ভয় পেলে চলবে না। সুতরাং অতিদ্রুত কুয়েট, এমসি কলেজ সহ সকল সন্ত্রাসীদের অতিদ্রুত বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনদিন অন্যায়কে ভয় পাইনি এবং ভবিষ্যতেও ভয় পাবে না।

ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকে আমাদের পড়ার টেবিল ছেড়ে আন্দোলনে আসতে হচ্ছে। যার মূল কারণ বর্তমান প্রশাসন আওয়ামী দোসরদের যথাযথ বিচার করতে না পারার। যতদিন এই দোসর দের যথাযথ বিচার না হবে ততোদিন সন্ত্রাসীরা ভয় পাবে না। জুলাই আন্দোলনে এই স্বৈরাচারীরা শিক্ষার্থীদের উপর আক্রমন করতে উষ্কে দিয়েছে তাদের এখনো বিচার হয়নি। গতকাল কুয়েটে আজকে এমসি কলেজে জুলাই আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে। আমরা ইবিতে এই হামলা দেখতে চাইনা। সুতরাং সবাই কে সর্তক থাকতে হবে।