• আজ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

বীরগঞ্জ মেট্রোপলিটন সহ-সভাপতি ও সভাপতি নেপালি কংগ্রেস সভাপতির সাথে সাক্ষাৎ

| নিউজ রুম এডিটর ১১:৫০ অপরাহ্ণ | জানুয়ারি ২৪, ২০২৩ আন্তর্জাতিক

নেপাল প্রতিনিধি ঃ বীরগঞ্জ মেট্রোপলিটন পৌরসভার উপপ্রধান ইমতিয়াজ আলম এবং নেপাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি পার্স বিকাশ তিওয়ারি নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবার সঙ্গে দেখা করেছেন।

বৈঠকে নেপালি কংগ্রেস চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, বীরগঞ্জ মহানগর পৌরসভার উপপ্রধান এবং নেপালি কংগ্রেস পারসা জেলা সম্পাদক ইমতিয়াজ আলম স্থানীয় নির্বাচন এবং ইউনিয়ন ও রাজ্য নির্বাচন নিয়ে আলোচনা করেন।

এদিকে, নেপাল স্টুডেন্টস ইউনিয়ন পারসার প্রাক্তন সভাপতি বিকাশ তিওয়ারি নেপালি কংগ্রেসের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সাথে ছাত্র ইউনিয়নের আসন্ন নির্বাচন এবং নেপাল স্টুডেন্টস ইউনিয়ন কীভাবে নির্বাচনে জয়লাভ করতে পারবে সে বিষয়ে আলোচনা করেছেন। ছাত্র ইউনিয়ন।

এছাড়াও, বৈঠকে নেপালি কংগ্রেস চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার ব্যক্তিগত সচিব এবং নেপালি কংগ্রেস যুব নেতা ভানু দেউবার সাথে বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সেখানে বৈঠকে নেপালি কংগ্রেস ভক্তপুর জেলার সভাপতি ও প্রভাবশালী নেতা মাননীয় সাংসদ দুর্ভান থাপা এবং বীরগঞ্জ মহানগর উপ-প্রধান ও নেপালি কংগ্রেস পারসা সম্পাদক ইমতিয়াজ আলমের মধ্যে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। সেক্রেটারি ফিরোজ আলম ও পারসার নেপালি কংগ্রেসের যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।