• আজ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে’ | মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর | ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল | ১৩ নভেম্বর ঘিরে সতর্ক সরকার, সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | ১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে | রাজধানীতে গির্জায় ককটেল হামলা | ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব | শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা | সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? | জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের |

আটককৃত পন্য ওয়ার্ড পুলিশ পরিদর্শক শিবকোটি রাজস্ব অফিসে হস্তান্তর

| নিউজ রুম এডিটর ১২:৫৪ অপরাহ্ণ | মে ৩, ২০২৩ আন্তর্জাতিক

বিভিন্ন তারিখে আটককৃত পণ্য ও ট্রাক ওয়ার্ড পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক শিবকোটি রাজস্ব অফিসে পাঠিয়েছেন।

বিভিন্ন তারিখে আটককৃত মালামাল ও ট্রাক রাজস্ব অফিসে পাঠিয়েছেন ওয়ার্ড থানার অফিস ভারটা থানার পরিদর্শক বিদুর প্রসাদ শিবকোটি।

১৭ বৈশাখের দিন ট্রাক নম্বর 3K3950, পণ্য সহ, ট্রাকের মোট মূল্য ১৮,০০,০০০/- টাকা এবং ট্রাকের মোট মূল্য ৫৬০০০/- টাকা। ট্রাক নং 7K1631 থেকে 56 লক্ষ এবং ৩০০০০০০/- টাকা ৩০০০০০০/- এর আসল মূল্য সহ ১৮ বৈশাখের দিন এবং একই মূল মূল্য Rs.৫০ লক্ষ এবং একই মূল মূল্য Rs. অমিত কুমার র/ও গ্রাম পঞ্চায়েত, মতিহানি জেলা, বিহার, ভারত থেকে বৈশাখের ১৮তম দিনে .৫০ লক্ষ। ৩৭৫৮০০/- তিন লাখ পঁচাত্তর হাজার আটশত টাকা আটক,এছাড়াও ভারতের গোরখপুরের সুধারপুরের বাসিন্দা বিনোদ কুমার গুপ্তের কাছ থেকে রুপি ২০০০০০/- এবং নেপালি রুপি ৫০০০০০/- জব্দ করা হয়েছে। ওয়ার্ড পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক বিদুর প্রসাদ শিবকোটি জানান, জব্দকৃত মালামাল ও ট্রাকসহ মোট মূল্য ১০ লাখ টাকা।

সেখানে তিনি দায়িত্ব নেওয়ার দিন থেকেই চোরাচালান বন্ধ হওয়ায় চোরাকারবারিরা বিপাকে পড়েছেন। এছাড়াও অধ্যাপক ড. বিদুর প্রসাদ শিবকোটি জানান, রাজস্ব অফিসে ট্রাকে লোড ছাড়াই বিল পাঠানোর কাজ চলছে এবং হুন্ডি লেনদেন ধরার কাজ চলছে।