• আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না | জেলেনস্কির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে পারেন ট্রাম্প | দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয় | সাঈদীর দুই ছেলেসহ পিরোজপুরের ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা | গাজীপুরের হামলা পরিকল্পিত, নেপথ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর |

আটককৃত পন্য ওয়ার্ড পুলিশ পরিদর্শক শিবকোটি রাজস্ব অফিসে হস্তান্তর

| নিউজ রুম এডিটর ১২:৫৪ অপরাহ্ণ | মে ৩, ২০২৩ আন্তর্জাতিক

বিভিন্ন তারিখে আটককৃত পণ্য ও ট্রাক ওয়ার্ড পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক শিবকোটি রাজস্ব অফিসে পাঠিয়েছেন।

বিভিন্ন তারিখে আটককৃত মালামাল ও ট্রাক রাজস্ব অফিসে পাঠিয়েছেন ওয়ার্ড থানার অফিস ভারটা থানার পরিদর্শক বিদুর প্রসাদ শিবকোটি।

১৭ বৈশাখের দিন ট্রাক নম্বর 3K3950, পণ্য সহ, ট্রাকের মোট মূল্য ১৮,০০,০০০/- টাকা এবং ট্রাকের মোট মূল্য ৫৬০০০/- টাকা। ট্রাক নং 7K1631 থেকে 56 লক্ষ এবং ৩০০০০০০/- টাকা ৩০০০০০০/- এর আসল মূল্য সহ ১৮ বৈশাখের দিন এবং একই মূল মূল্য Rs.৫০ লক্ষ এবং একই মূল মূল্য Rs. অমিত কুমার র/ও গ্রাম পঞ্চায়েত, মতিহানি জেলা, বিহার, ভারত থেকে বৈশাখের ১৮তম দিনে .৫০ লক্ষ। ৩৭৫৮০০/- তিন লাখ পঁচাত্তর হাজার আটশত টাকা আটক,এছাড়াও ভারতের গোরখপুরের সুধারপুরের বাসিন্দা বিনোদ কুমার গুপ্তের কাছ থেকে রুপি ২০০০০০/- এবং নেপালি রুপি ৫০০০০০/- জব্দ করা হয়েছে। ওয়ার্ড পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক বিদুর প্রসাদ শিবকোটি জানান, জব্দকৃত মালামাল ও ট্রাকসহ মোট মূল্য ১০ লাখ টাকা।

সেখানে তিনি দায়িত্ব নেওয়ার দিন থেকেই চোরাচালান বন্ধ হওয়ায় চোরাকারবারিরা বিপাকে পড়েছেন। এছাড়াও অধ্যাপক ড. বিদুর প্রসাদ শিবকোটি জানান, রাজস্ব অফিসে ট্রাকে লোড ছাড়াই বিল পাঠানোর কাজ চলছে এবং হুন্ডি লেনদেন ধরার কাজ চলছে।