• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ |

আটককৃত পন্য ওয়ার্ড পুলিশ পরিদর্শক শিবকোটি রাজস্ব অফিসে হস্তান্তর

| নিউজ রুম এডিটর ১২:৫৪ অপরাহ্ণ | মে ৩, ২০২৩ আন্তর্জাতিক

বিভিন্ন তারিখে আটককৃত পণ্য ও ট্রাক ওয়ার্ড পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক শিবকোটি রাজস্ব অফিসে পাঠিয়েছেন।

বিভিন্ন তারিখে আটককৃত মালামাল ও ট্রাক রাজস্ব অফিসে পাঠিয়েছেন ওয়ার্ড থানার অফিস ভারটা থানার পরিদর্শক বিদুর প্রসাদ শিবকোটি।

১৭ বৈশাখের দিন ট্রাক নম্বর 3K3950, পণ্য সহ, ট্রাকের মোট মূল্য ১৮,০০,০০০/- টাকা এবং ট্রাকের মোট মূল্য ৫৬০০০/- টাকা। ট্রাক নং 7K1631 থেকে 56 লক্ষ এবং ৩০০০০০০/- টাকা ৩০০০০০০/- এর আসল মূল্য সহ ১৮ বৈশাখের দিন এবং একই মূল মূল্য Rs.৫০ লক্ষ এবং একই মূল মূল্য Rs. অমিত কুমার র/ও গ্রাম পঞ্চায়েত, মতিহানি জেলা, বিহার, ভারত থেকে বৈশাখের ১৮তম দিনে .৫০ লক্ষ। ৩৭৫৮০০/- তিন লাখ পঁচাত্তর হাজার আটশত টাকা আটক,এছাড়াও ভারতের গোরখপুরের সুধারপুরের বাসিন্দা বিনোদ কুমার গুপ্তের কাছ থেকে রুপি ২০০০০০/- এবং নেপালি রুপি ৫০০০০০/- জব্দ করা হয়েছে। ওয়ার্ড পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক বিদুর প্রসাদ শিবকোটি জানান, জব্দকৃত মালামাল ও ট্রাকসহ মোট মূল্য ১০ লাখ টাকা।

সেখানে তিনি দায়িত্ব নেওয়ার দিন থেকেই চোরাচালান বন্ধ হওয়ায় চোরাকারবারিরা বিপাকে পড়েছেন। এছাড়াও অধ্যাপক ড. বিদুর প্রসাদ শিবকোটি জানান, রাজস্ব অফিসে ট্রাকে লোড ছাড়াই বিল পাঠানোর কাজ চলছে এবং হুন্ডি লেনদেন ধরার কাজ চলছে।