• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

নেপালি কংগ্রেসের মাধেশ প্রচার বিভাগে মনোনীতদের শংসাপত্র বিতরণ।

| নিউজ রুম এডিটর ২:৫২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩ আন্তর্জাতিক

 

রাহুল গুপ্তা নেপাল প্রতিনিধি :নেপালি কংগ্রেসের তথ্য যোগাযোগ ও প্রচার বিভাগ মধ্যেশ প্রদেশে মনোনীতদের শংসাপত্র বিতরণ করেছে।

শুক্রবার জনমকপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কংগ্রেস মধ্যপ্রদেশ রাজ্য সভাপতি এবং রাজ্যের ভৌত পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী কৃষ্ণ প্রসাদ যাদব মনোনীত কর্মকর্তা ও বিধানসভার সদস্যদের শংসাপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের মধ্যেশ প্রদেশের সভাপতি যাদব বলেন, রানা আমল থেকে প্রজাতন্ত্র অর্জন পর্যন্ত আন্দোলনের মূল অংশ কংগ্রেসের। তিনি বলেন, কংগ্রেসের নেতৃত্বে সংবিধানও জারি হয়েছে।

নীতেস কুমার গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মধেস প্রদেশের প্রধান, কংগ্রেসের মাধেস প্রদেশের ডেপুটি চেয়ারম্যান এবং মধেস প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী বীরেন্দ্র প্রসাদ সিং, আইনমন্ত্রী মুহাম্মদ সামিম, কংগ্রেসের মধ্যস প্রদেশের ডেপুটি চেয়ারম্যান এবং প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। চন্দ্র শেখর যাদব, নেপাল প্রেস ইউনিয়ন মাধেশ প্রদেশের সভাপতি সত্যনারায়ণ শ্রেষ্ঠ, নেপালি কংগ্রেস হেলথ সার্ভিস বিভাগের প্রধান শর্মিলা থাপা, নেপাল স্টুডেন্ট ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ মন্ত্রী মিথলেশ মিশ্র প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন।

বিভাগের সদস্য রাহুল গুপ্ত জানান, শংসাপত্র বিতরণ অনুষ্ঠানের পরে অনুষ্ঠিত বিভাগের প্রথম বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।