• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

প্রতারক চক্র এদেরকে ধরিয়ে দিন

| নিউজ রুম এডিটর ১:৫১ অপরাহ্ণ | মে ২৬, ২০২৫ লিড নিউজ, সারাদেশ

 

এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসামি নং

১| মো: রিয়াদ ইয়াছার ভুইয়া, পিতা : মো:জাহাঙ্গীর আলম ভুইয়া, ঠিকানা : গ্রাম : চন্দনা, ডাকঘর : চন্দনা ৩৫২৬ থানা : ব্রাহ্মণ পাড়া, জেলা কুমিল্লা।

মামলা নং: ০৩ তারিখ ২/২/২৫ ইং ভালুকা মডেল থানা , জেলা ময়মনসিংহ।মোবাইল : ০১৭৭৫২৫৩৯০৭।

 

আসামি নং

২| মো: মেনহাজুল ইসলাম, পিতা: খাদেম ইসলাম, ঠিকানা : গ্রাম: মথুরা পুর ডাকঘর :: বাসুদেব পুর, ৫২৪০- থানা চিনিরবন্দর, জেলা দিনাজপুর। মামলা নং: ০৩, তারিখ: ০২/০২/২৫ ইং। ভালুকা মডেল থানা, জেলা ময়মনসিংহ।

উভয় মামলা নং : ০৩/২৫ ভালুকা মডেল থানা ময়মনসিংহ 

 

তারা উভয়ে অসৎ উদ্দেশ্যে বিভিন্নভাবে লোভেরবশীভূত হয়ে পাওয়ার চায়না ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি: এর অধীনে  দুইজন চাকরিরত থাকা অবস্থায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। আর এর সম্পুর্ন দায়ভার গিয়ে পড়ে ডিউটি তে থাকা সিকিউরিটি গার্ডদের এর উপরে।

 

এদেরকে ধরিয়ে দিতে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন পাওয়ার চায়না ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি:

তারা দুইজনই পলাতক আসামী গত: ০২/০২/২৫ ইং তারিখে তাদের বিরুদ্ধে  ৪০৬/৪২০ এর প্যানেল কোড ১৮৬০ ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত করে ভালুকা মডেল থানা প্রতারণা ও আত্মসাৎ মামলায় দন্ডিত করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

 

  • ভালুকা মডেল থানার মামলার কপি

উক্ত তারিখ থেকে আসামিরা উভয়ে পলাতক আছে।যে ব্যক্তি তাদেরকে ধরিয়ে দিতে পারবেন তাকে ৫০০০০০/-(পাচ লক্ষ) টাকা পুরস্কৃত করা হবে।

যোগাযোগের ঠিকানা:

ভালুকা মডেল থানা ময়মনসিংহ

ভালুকা মডেল থানা ময়মনসিংহ

ভালুকা মডেল থানা ময়মনসিংহ

প্রয়োজনে : ০১৬২২৩৯৩৯৩৯