• আজ ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

গলায় ছুরি ঠেকিয়ে কবরস্থানে নিয়ে  বলৎকারের ঘটনায় সেই বখাটের বিরুদ্ধে মামলা

| নিউজ রুম এডিটর ১০:২৭ পূর্বাহ্ণ | মে ৩০, ২০২৫ সারাদেশ, সিলেট

সিলেট : কবরস্থানে তুলে নিয়ে গিয়ে প্রতিবন্ধি কিশোরকে বলৎকারের ঘটনায় সেই বখাটে ইমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ভিকটিম কিশোরের হতদরিদ্র মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন মঙ্গলবার রাতে।

অভিযুক্ত ইমন মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের জমির আলীর ছেলে।

বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, ঘটনার পর থেকে ইমন আত্মগোপনে রয়েছে।
বৃহস্পতিবার মামলা ও ভিকটিমের পারিবারীক সুত্র জানায়, উপজেলার জয়কলস গ্রামের হতদরিদ্র পরিবারের ১১ বছর বয়সি শারিরীক বাক প্রতিবন্ধি কিশোর জয়কলস গ্রামের পুর্ব পাশের্^ হাওরে থাকা গাভি (গবাদিপশু) আনতে যায় গেল শুক্রবার (২৩ মে)।

ওই সময় গ্রামের জমির আলীর ছেলে বখাটে যুবক ইমন ভিকটিমের কিশোর ছেলেকে গ্রামের কবরস্থানের জঙ্গলের ভেতর তুলে নিয়ে যায়। এরপর ওই কিশোরের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাকে বলৎকার করে ইমন।

কিশোরের চিৎকার শুনে আশেপাশে থাকা অপর একদল কিশোর এগিয়ে আসলে ইমন কৌশলে পালিয়ে যাওয়ায়পর গ্রামবাসীর সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জেলা সদও হাসপাদালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে ওই কিশোরের চিকিৎসার দায়িত্বে থাকা একজন মেডিক্যাল অফিসার জানান,বলৎকারের কারনে ওই কিশোরের পায়ুপথে ছিড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় , নিয়মিত চিকিৎসা সেবা নিলেও সূস্থ্য হতে সময় লাগবে।

বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার মামলার তদন্তকারি অফিসার এসআই নোবেল সরকার জানান, অভিযুক্ত আসামি ইমনকে গ্রেফতারে তথ্য প্রযুক্তি ছাড়াও একাধিক সোর্সের মাধ্যম তার সন্ধান চলছে।