

আন্তর্জাতিক ঃ দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম, আট দেশের প্রধান নির্বাহীদের নাম ঘোষণা করা হয়েছে।
আজ নেপালের কাঠমান্ডুতে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট রাজু লামা এ কমিটি ঘোষণা করেন।
ইন্ডিয়া কমিটির প্রধান নির্বাহী অনিরুদ্ধ সুধাংশু , বাংলাদেশ কমিটির প্রধান নির্বাহী আবুল কালাম আজাদ, আফগানিস্তানের প্রধান নিবার্হী গুল মোহাম্মদ গ্রাম, নেপালের প্রধান নির্বাহী প্রকাশ শীওয়াল, পাকিস্তানের প্রধান নিবার্হী হোসাইন চৌধুরী, শ্রীলংকার প্রধান নির্বাহী লাসানাথ ডি সিলভা, মালদ্বীপের প্রধান নির্বাহী আজমী আলী, ভুটানের প্রধান নিবার্হী নামঘাই জেম।
সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট রাজু লামা, সেক্রেটারি জেনারেল আবদুর রহমান এ কমিটির অনুমোদন দেন।
খুব অল্প সময়ের ভিতর নবনির্বাচিত কান্ট্রি কমিটির প্রধান নির্বাহীদের নেতৃত্বে দেশ গুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা নবনির্বাচিত কান্ট্রি প্রধানদেরকে অভিনন্দন জানান।