• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

টাঙ্গুয়ার হাওর ট্যুরিজম নিলাদ্রীর আরো এক মাদক কারবারি বিদেশি মদের চালান সহ গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৫:৪৩ পূর্বাহ্ণ | জুলাই ১২, ২০২৫ সারাদেশ, সিলেট

সিলেট: পর্যটন কেন্দ্র নিলাদ্রীর পরান আখঞ্জি নামে আরো এক পেশাদার মাদক কারবারিকে বিদেশি মদের চালানসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিস্ট ধারায় তার বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. নাজমুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

পরান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের আমাল আখঞ্জির ছেলে।
শুক্রবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার জানান,তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টহল দল সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে বৃহস্পতিবার মধ্যরাত পরবর্তী সময়ে সীমান্ত এলাকা টেকেরঘাটের হিল রিসোর্টের সামনে থেকে বিদেশি মদের চালান জব্দ করে। ওই সময় পেশাদার মাদক কারবারি পরানকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরান আখঞ্জি জানায়,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি নিলাদ্রীতে মোটরসাইকেল-হাউসবোটে বেড়াতে আসা কিছু সংখ্যক বিপথগামী পর্যটকগণ, এলাকার মাদকসেবীদের নিকট অন্যদের ন্যায় গেল কয়েকবছর ধরে বিদেশি মদ,বিয়ার,ইয়াবা বিক্রয় করে আসছিলো।

শুক্রবার উপজেলার টেকেরঘাটসহ আশেপাশের সীমান্তবর্তী এলাকার মানুষজন অভিযোগ করেন , টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি নিলাদ্রী, বারেকটিলা ,শিমুলবাগান, জাদুকাটা নদী,টাঙ্গুয়ার হাওরে মোটরসাইকেল-হাউসবোটে বেড়াতে আসা প্রতিনিয়ত কিছু সংখ্যক বিপথগামী পর্যটকগণের চাহিদা পুরণে গেল এক যুগের বেশী সময় ধরে মোবাইল ফোনে, সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুক,হোয়াটস আপে ম্যাসেনজার গ্রুপ খুলে মাদক কারবারিরা নির্বিগ্নে ইয়াবা,বিদেশি মদ,বিয়ার, ইয়াবা,গাঁজা বেচা কেনার কারবার চালিয়ে যাচ্ছে।

সীমান্তবর্তী টেকেরঘাট, লাকমা,বড়ছড়া,রজনীলাইন, চাঁনপুর,রাজাই,বারেকটিলা,লালঘাট,চারাগাঁও,কলাগাঁও,জঙ্গলবাড়ি,বাগলী,লাউরগড়,বিন্নাকুলি,ছড়ারপাড়,সাহিদাবাদ,মনাইপাড়া,মুকসেদপুর,মাণিগ,হাওর-নদী তীরবর্তী তাহিরপুর সদর বাজার, বালিজুরি, বালিয়াঘাট,শ্রীপুর, কাউকান্দি, একতা বাজার,তরং, আমবাড়ি, শিমুলতলা, মোল্লাপাড়া,বাদাঘাট, কামড়াবন্দ, ঘাগড়া, গড়কাটি, ঘাগটিয়াসহ কমপক্ষে শতাধিকের উপর গ্রামে কয়েক শতাধিক মাদক কারবারি নির্বগ্নে ইয়াবা, গাঁজা, বিদেশি মদ বিয়ার বেচা কেনার কারবারে নিজেরা এমনকি পরিবারের অন্যরা সদস্যরাও জড়িত পড়েছে।