• আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে স্থানীয় সরকারের সাথে উত্তরণের সমন্বয় সভা

| নিউজ রুম এডিটর ৬:১৭ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০২৫ বাগেরহাট, সারাদেশ

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু সহনশীল মডেল বা পদ্ধতির সমস্যা ও সম্ভাবনার বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

৩১ আগস্ট রবিবার বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর এর সহোযোগিতায় ও উত্তরণ এর আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, তথ্য আপা সারমিন আক্তার, প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বহরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,উত্তরণের ওয়াশ এন্ড ডি আর আর অফিসার মোঃ আবু ফেরদৌস চৌধুরী ,সিডিও মোঃ তারিকুল ইসলাম,সিডিও মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠিত সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,ও এর সমাধানের পথগুলো সম্পর্কে আলোচনা করেন।